সিলেটে বন্যার পানি কমে যাওয়ার কয়েক মাস পরও, লাখ লাখ পরিবার এখনও সেই বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি।
ইউনিসেফ জরুরি পানি, স্যানিটেশন, নিরাপত্তা, স্বাস্থ্য ও পুষ্টি সামগ্রী ও সেবা প্রদানের মাধ্যমে এবং পানিতে ডুবে যাওয়া, পরিবার থেকে বিচ্ছিন্নতা, সহিংসতা ও নির্যাতন থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের জরুরি বন্যা মোকাবিলা কার্যক্রমে সহায়তা করেছে।
এখন পর্যন্ত ইউনিসেফের সহায়তার দ্বারা উপকৃত হয়েছে ১০ লাখের বেশি মানুষ, যাদের ৪০ শতাংশই শিশু।