শিরোনাম

বিইউপিতে মাস্টার অব সাইবার সিকিউরিটি প্রোগ্রাম শুরু

০১ মার্চ ২০২৪ তারিখে, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর বিজয় অডিটোরিয়ামে মাস্টার অব সাইবার সিকিউরিটি (এমসিএস) প্রোগ্রামের উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড. খন্দকার মোকাদ্দেম হোসেন। মূলত এমসিএস হলো দুই বছরের একটি মাস্টার্স প্রোগ্রাম যা বিইউপি এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধীনে যাত্রা শুরু করলো। এমসিএস একটি অনন্য মাস্টার্স প্রোগ্রাম যেখানে মানব সম্পদ বিকাশের জন্য সাইবার নিরাপত্তার ক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণ এবং ল্যাব-ভিত্তিক কোর্সের উপর গুরুত্বারোপ করা হয়েছে। এই মাস্টার্স প্রোগ্রামটি স্মার্ট বাংলাদেশ বিনির্মানে এবং চতুর্থ শিল্প বিপ্লবে অবদান রাখবে। এই মাস্টার্স প্রোগ্রামের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান এবং দক্ষতা দিয়ে এমনভাবে সম্বৃদ্ধ করা যেন তারা ডিজিটাল সিস্টেমগুলোকে কার্যকরভাবে রক্ষা করতে পারে, সাইবার ঝুঁকিগুলোকে যথাযথ ভাবে মোকাবেলা করতে পারে এবং সর্বোপরি সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণে ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে এই প্রোগ্রামটি ডেটা সুরক্ষা সম্পর্কিত জ্ঞান বৃদ্ধির পাশাপাশি ডিজিটাল সাক্ষরতা এবং জাতীয় নিরাপত্তা জোরদার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক খ্যাতিতে অবদান রাখতে পারবে।

আরও দেখুন

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ‘মুট কোর্ট’- এর উদ্বোধন অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ‘মুট কোর্ট’- এর শুভ উদ্বোধন ১৭ ফেব্রুয়ারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *