শিরোনাম

বিএসএমআর মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের “বিশ্ববিদ্যালয় দিবস ২০২৪” উদ্যাপন

দেশের মেরিটাইম সংশ্লিষ্ট বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ ৭ নভেম্বর ২০২৪ তারিখে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে “বিশ্ববিদ্যালয় দিবস, ২০২৪” উদ্যাপন করা হয়। দিবসটি উৎযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস, পল্লবী, মিরপুর-১২, ঢাকা প্রদক্ষিণ করে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে ফটো প্রদর্শনী, রক্তদান কর্মসূচি, সাজসজ্জা, আল্পনা অংকন, ডকুমেন্টারী ও ভিডিও প্রদর্শনী এবং বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনবিপি, ওসপি, বিসিজিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। বিশ্ববিদ্যালয়টি দেশের মেটিাইম সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা ও গবেষণার মাধ্যমে দক্ষ জনবল তৈরী, আধুনিক প্রযুক্তি উদ্ভাবন ও নতুন নতুন জ্ঞান আবিষ্কারের মাধ্যমে সামুদ্রিক সম্পদ আহরণ ও এর যথাযথ ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতিতে বলিষ্ঠ অবদান রাখার লক্ষ্যে শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করছে।

আরও দেখুন

জাপানে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট কম্পিটিশনে দেশসেরা দল হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে ইস্টার্ন ইউনিভার্সিটি

২০২৫ সালের এশিয়া কাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতার চূড়ান্ত মৌখিক পর্বে অংশগ্রহণের জন্য বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *