জনতা ব্যাংক লিমিটেড, হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট-এর তত্ত্বাবধানে বিভাগীয় কার্যালয়, নোয়াখালীতে ০৩ মার্চ, ২০২৩ শুক্রবার ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ শীর্ষক ২০২২-২০২৩ অর্থবছরের ৩য় প্রান্তিকের একটি কর্মশালা এবং সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কার্যালয়, এরিয়া অফিস ও শাখাসমূহের ব্যবস্থাপক ও নৈতিকতা কমিটির সদস্যগণ এ কর্মশালা ও সভায় অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন জনাব মোঃ আবু হানিফা, এজিএম, বিভাগীয় কার্যালয়, নোয়াখালী । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ছাবিকুন নাহার, ডিজিএম, এইচআরডিডি এবং বিকল্প ফোকাল পয়েন্ট, নৈতিকতা কমিটি, প্রধান কার্যালয়, ঢাকা। এছাড়াও প্রধান কার্যালয়ের শুদ্ধাচার বাস্তবায়ন সেলের নির্বাহী ও কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। উক্ত কর্মশালায় মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২৩ এর আলোকে এ ব্যাংকের প্রনীত শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়নের সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কর্মশালার প্রধান অতিথি ডিজিএম (এইচআরডিডি) শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনায় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং শুদ্ধাচারসংশ্লিষ্ট ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক অন্যান্য কার্যক্রম যেমন সেবা প্রদানের ক্ষেত্রে রেজিস্টারে প্রদত্ত সেবার বিবরণ ও সেবা গ্রহীতার মতামত সংরক্ষণ, সরকারী যানবাহনের যথাযথ ব্যবহার এর প্রতি গুরুত্ব দিয়ে শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা বাস্তবায়নে স্ব স্ব দায়িত্ব নিষ্ঠা, স্বচ্ছতা এবং জবাবাদিহিতার সাথে পরিপালনের জন্য সকলকে অনুরোধ জানান। তিনি ব্যাংকের কর্মপরিবেশ উন্নয়নে মহিলাদের জন্য পৃথক ওয়াশরুম, স্বাস্থ্যবিধি অনুসরণ, পরিস্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি, অকেজো মালামাল নিষ্পত্তিকরণ ইত্যাদি বিষয়ে পরামর্শ প্রদান করেন। এছাড়া তিনি সিটিজেন চার্টার যথাযথভাবে বাস্তবায়নের নিমিত্তে কার্যকরী নির্দেশনা প্রদান করেন।
পরিশেষে, সভার সভাপতি গ্রাহকের স্বার্থ সমুন্নত রাখার প্রয়াসে স্বল্পতমসময়ে সর্বোত্তম সেবা প্রদানসহ গ্রাহকসেবার মান ও কর্মপরিবেশ আরও উন্নত করার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।