গত শনিবার (১৪ জানুয়ারি) মাদারগঞ্জের মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয় মাঠে গরিব অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জামালপুর জেলার মানবিক পুলিশ সুপার, জনাব নাছির উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ,জনাব মাহবুবুল হক,মাদারগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রধান শিক্ষক, মির্জা রওশন আলী উচ্চ বিদ্যালয় প্রমুখ।
পুলিশ সুপার মহোদয় বলেন, তীব্র এ শীতে দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই কার্যক্রম অব্যাহত থাকবে। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক কাজে সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে জেলা পুলিশ,জামালপুর। এর পাশাপাশি সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাড়াতে আহ্বান করেন।