শিরোনাম

রাজধানীর বনানীতে গোযায়ান চালু করল ‘গোযায়ান এক্সপেরিয়েন্স সেন্টার’

বাংলাদেশের অন্যতম ভ্রমণ বুকিং প্ল্যাটফর্ম গোযায়ান গ্রাহকদের জন্য প্রথম বারের মত নিয়ে এলো “গোযায়ান এক্সপেরিয়েন্স সেন্টার”। রাজধানীর বনানীতে অবস্থিত এই এক্সপেরিয়েন্স সেন্টারটি এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে গ্রাহকরা তাদের যেকোনো ভ্রমণ বিষয়ক প্রশ্নের উত্তর জানতে পারবেন স্বাচ্ছন্দ্যে।

গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সেবাদানে গোযায়ান এক্সপেরিয়েন্স সেন্টার এ নিয়জিত থাকবে নিবেদিত ট্রাভেল-এক্সপার্ট। যারা ঘুরতে পছন্দ করেন বা কাজের জন্য প্রায়ই ভ্রমণের মধ্যেই থাকেন, তারা এই সুযোগে গোযায়ান এর ডিজিটাল প্ল্যাটফর্ম গুলো নিয়ে আরো পরিষ্কার একটা ধারণা পেয়ে যাবেন।
গোযায়ান এক্সপেরিয়েন্স সেন্টার এ গ্রাহকরা ফ্লাইট, হোটেল, ট্যুর প্যাকেজ বুকিং এবং এর পরবর্তী যেকোনো সহযোগীতা নিতে পারবেন।

এই উদ্যোগের ব্যাপারে গোযায়ান এর প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ইমামুল ইসলাম বলেছেন, “ঘুরাঘুরি এখন অনেকটা ব্যয়বহুল হওয়া সত্ত্বেও মানুষ ঘুরতে পছন্দ করেন। একেকজনের ভ্রমণের ধরন ও চাহিদা ভিন্ন হওয়ায় অনেকেই ভ্রমণ–পরিকল্পনার সময় বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হন। গোযায়ান এক্সপেরিয়েন্স সেন্টার তাদের সেসব প্রয়োজন পূরণে নতুন মাত্রা যুক্ত করবে।”

এই এক্সপেরিয়েন্স সেন্টার এর মাধ্যমে গোযায়ান গ্রাহক সেবা অভিজ্ঞতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। সরকারি ছুটির দিন বাদে সপ্তাহে অন্যান্য দিন এ এক্সপেরিয়েন্স সেন্টার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে।
ভ্রমণ বিষয়ক যেকোনো তথ্য ও সহযোগিতা প্রয়োজন হলে ঘুরে আসতে পারেন গোযায়ান এক্সপেরিয়েন্স সেন্টার: শেলটেক আয়ান, হাউজ ৫৮, রোড ৬ ও ১১, ব্লক সি, লেভেল ২, বনানী, ঢাকা।

আরও দেখুন

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশের টেক জায়ান্ট এবং সেরা ব্র্যান্ড ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ শীর্ষক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *