২৭ ডিসেম্বর ২০২২ইং তারিখে রাজধানী ঢাকার মিরপুরে দারুস সালাম রোডে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর ১৩৮তম শাখা হিসেবে দারুস সালাম রোড শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত শাখার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা (শিমু)।
উদ্বোধনী অনুষ্ঠানে জে.ভি টেক্সটাইল এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাশেম বাবর, এস.এ খান টাওয়ার এর ভবন মালিক জনাব হায়দার আলী খান, ঢাকা উত্তর সিটি করপোরেশন ওয়ার্ড-১২ নং এর কাউন্সিলর জনাব মুরাদ হোসেন এবং হোসাইন কন্সট্রাকশন প্রাইভেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আনোয়ার হোসাইন বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। তাছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের গ্রাহক ও শুভানুধ্যায়ীবৃন্দ-সহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের পরিচালক ও ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান, এমপি বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক সময়োপযোগী এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত মানসম্পন্ন ব্যাংকিং সেবা প্রদান করে গ্রাহকের আস্থা অর্জন করেছে। শাহ্জালাল ইসলামী ব্যাংক দেশের কর্মসংস্থান সৃষ্টি, ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, শিল্প উন্নয়ন এবং চলমান অর্থনীতিকে আরো গতিশীল করতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, দেশের সর্বশ্রেণীর মানুষের মাঝে কল্যাণমূখী ব্যাংকিং সেবা পৌঁছে দেয়াই শাহ্জালাল ইসলামী ব্যাংকের লক্ষ্য। মুনাফা অর্জনই মূখ্য উদ্দেশ্য নয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ ব্যাংকের জনপ্রিয় আমানত এবং বিনিয়োগ প্রকল্প সমূহের একটি সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরে বলেন, একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক স্থিতিশীলতার ভিত তৈরির লক্ষ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক জনগণের দোঁরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। শাহ্জালাল ইসলামী ব্যাংক দীর্ঘ ২২ বছর ধরে ইসলামী শরীয়াহ্ ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। দারুস সালাম রোডের এই শাখার মাধ্যমে অত্র এলাকার গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদান করে এলাকার সার্বিক উন্নয়নে শাহ্জালাল ইসলামী ব্যাংক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের সমৃদ্ধি কামনা করে পবিত্র কুরআন খতম, দুরূদ এবং দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।