রেকর্ডের চূড়ায় ‘জওয়ান’, ৬ দিনে আয় ৬১৫ কোটি
Maminul Islam
সেপ্টেম্বর ১৩, ২০২৩
বিনোদন
245 বার প্রদর্শিত হয়েছে
প্রত্যাশা অনুযায়ী মুক্তির পরপরই বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে শাহরুখ খানের জওয়ান। মাত্র ৬ দিনে বিশ্বব্যাপী ৬০০ কোটির আয় ছাড়িয়েছে জওয়ান। শাহরুখ খানের অ্যাকশন ফিল্মটি বিশ্বব্যাপী ৬১৫ কোটির বেশি আয়ের পাশাপাশি ভারতে মাত্র ৬দিনে ৩০০ কোটির ল্যান্ডমার্ক অতিক্রম করেছে।
সূত্র অনুসারে, অ্যাটলি পরিচালিত জওয়ান শুধুমাত্র ভারতেই ষষ্ঠ দিনে ১০ লাখেরও বেশি টিকিট বিক্রি করেছে।
বুধবার এক্সে (টুইটার) বাণিজ্য ও চলচ্চিত্র বিশ্লেষক মনোবালা বিজয়বালান জানিয়েছেন, “জওয়ান বিশ্বব্যাপী বক্স অফিসে ৬০০ কোটি গ্রস আয় অতিক্রম করেছে। শুধুমাত্র ভারতে ষষ্ঠ দিনে ১০৩৩৯৮৪ টি টিকিট বিক্রি হয়েছে।”
ষষ্ঠ দিনের আয় শেয়ার করে তিনি আরও টুইট করেছেন, “হিন্দি শো ১১৬০০টি, আয় ১৯.০২ কোটি টাকা, তামিল শো ১০৪৯ টি, আয় ১.৬১ কোটি, ৮৬৪টি তেলেগু শো’তে আয় ১.০৯ কোটি। মোট ২৭.২১ কোটি।
স্যাকনিল্ক-এর সর্বশেষ প্রতিবেদন অনুসারে, জওয়ান মঙ্গলবার জওয়ান সমস্ত ভাষায় আনুমানিক ২৬.৫ কোটি আয় করেছে। ছয় দিনে সমস্ত ভাষায় ভারতে ৩৪৫.০৮ কোটি আয় করেছে সিনেমাটি।
দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। আরো রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপাতি, সানায়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার। Source: kalerkantho.com