শিরোনাম

শারদীয় দুর্গাপূজা-২০২২ উপলক্ষে জামালপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন রেঞ্জ ডিআইজি ময়মনসিংহ

০২ অক্টোবর ২০২২ খ্রিঃ
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা-২০২২ উপলক্ষে জামালপুর জেলার ঐতিহ্যবাহী দয়াময়ী পূজা মন্ডপ সহ শহরে স্থাপিত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জনাব দেবদাস ভট্টাচার্য বিপিএম, ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মহোদয়। এ সময় ডিআইজি মহোদয় শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডিউটিতে নিয়োজিত সকল অফিসার ও ফোর্সদের নির্দেশনা প্রদান করেন এবং সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজামণ্ডপে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/ চার্জার লাইটের ব্যবস্থা করা, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করার জন্য পূজা উদযাপন কমিটির প্রতি অনুরোধ জানান।

পরিদর্শনকৃত পূজা মণ্ডপ গুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও ফল বিতরণ করেন।

এ সময় জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব নাছির উদ্দিন আহমেদ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে ডিআইজি মহোদয় ও তাঁর পরিবার বর্গ পুলিশ অফিসার্স মেস জামালপুরে পৌছালে পুলিশ সুপার মহোদয় ফুলেল শুভেচছা জানান।

আরও দেখুন

‘অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান’

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *