গত ১৪/০৯/২০২২ তারিখে জামালপুর জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।
জামালপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব শ্রাবস্তী রায়ের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ভাবে উদযাপন করার জন্য সংশ্লিষ্ঠ সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এই সভায় জামালপুর জেলার সকল দপ্তরের দপ্তরপ্রধানগণ, আইন-শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যবৃন্দ, জামালপুর জেলার ৭ টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, পৌরসভার মেয়র এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।