গত ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ -এ জননেত্রী শেখ হাসিনার কারিশম্যাটিক নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ বিপুল বিজয়ের মাধ্যমে টানা চতুর্থবারের মতো নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি) পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া বিজয়ী দলের সভাপতি জাতির পিতার সূযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অভিনন্দন বার্তায় তিনি বলেন, বিভিন্ন মহলের নানামূখী ষড়যন্ত্রকে নস্যাৎ করে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগের টানা চারবারের মতো নিরংকুশ বিজয় অর্জন বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। ঐতিহাসিক এই বিজয়ের মধ্য দিয়ে টানা চতূর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশী-বিদেশী নানা চক্রান্ত এবং প্রতিকূলতা সত্বেও দেশের আপামর জনসাধারণ বাংলাদেশ আওয়ামীলীগ ও বঙ্গবন্ধু কন্যার প্রতি আস্থা রেখে স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করায় তিনি দেশবাসীকেও আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে যে অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে আগামী দিনগুলোতে এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে স্থান করে নেবে।