শিরোনাম

স্মারক গ্রন্থ উন্মোচন ও স্মরণসভাসহ নানা আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী পালন

 

অদ্য ৩০ মে শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও

সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিঃ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোঃ ইমামুল কবীর শান্ত-এর ৪র্থ মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে আজ সকালে রাজধানীর বনানী কবরস্থানে মরহুমের সমাধিতে পুষ্পস্তবক অর্পন ও এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ এবং বিকাল ৩-টায় উত্তরাস্থ শান্ত- মারিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহ-ই-আলমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এম.পি. প্রধান অতিথি এবং চিত্রশিল্পী অধ্যাপক নিসার হোসেন ও অধ্যাপক হাসেম খান বিশেষ অতিথি ও বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন এবং সুন্দরবন কুরিয়ার সাভিস প্রাইভেট লিঃ এর চেয়ারম্যান ডা. আহসানুল কবির সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ১মিঃ নিরবতা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ ও সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিঃ এর ভাইস চেয়ারম্যান ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হাফিজুর রহমান পুলক ও এস এ বরকতুল্লাহ বাবু মরহুমের বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ ইমামুল কবীর শান্ত ব্যক্তি জীবনে একজন সফল উদ্যোক্তা ও বিশিষ্ট সমাজসেবক ছিলেন। মাত্র ১৭ বছর বয়সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতা পরবর্তী অর্থনৈতিকভাবে ভঙ্গুর এই দেশের মানুষের কর্মমুখী শিক্ষার নিশ্চয়ন তথা কর্মসংস্থানের লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিঃ, দৈনিক আজকের প্রত্যাশা, শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম ইন্সটিটিউট অব ক্রিয়েটিভ টেকনোলজি, শান্ত-মারিয়াম স্কুল অব ক্রিয়েটিভ টেকনোলজি এবং শান্তনিবাস নামক শিশু ও বয়স্ক পুনর্বাসন কেন্দ্রসহ সমাজসেবা ও শিক্ষামূলক বিভিন্ন প্রতিষ্ঠান।

আরও দেখুন

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ‘মুট কোর্ট’- এর উদ্বোধন অনুষ্ঠিত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ‘মুট কোর্ট’- এর শুভ উদ্বোধন ১৭ ফেব্রুয়ারি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *