শিরোনাম

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ হবেই হবে বললেন আমীর খসরু

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ হবেই হবে বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির যে মহাসমাবেশ রয়েছে তা করার জন্য দেশের সংবিধান তাদের অধিকার দিয়েছে। আমি বাংলাদেশের মানুষ হিসাবে, দল হিসাবে সাংবিধানিক অধিকার পালন করছি। তাই ১০ ডিসেম্বর বিএনপি গণসমাবেশ হবেই।

আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এ মন্তব্য করেন।

বিদেশিদের কথায় আওয়ামী লীগ সরকারের মাথাব্যথা হয় উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন মানবাধিকার সংস্থা তাদের (আওয়ামী লীগ) কথা বলছে। তাদের বিরুদ্ধে বলছে। এজন্য তাদের এতো মাথাব্যাথা। এখানে বিএনপি কোনো দোষ নেই। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সরকারের বিরুদ্ধে তাদের দেশে রিপোর্ট পাঠাচ্ছে। এদেশের মানুষের সাথে কথা বলে, সঠিকটা জেনেই এই গুলো তারা তৈরি করে পাঠান। আপনি (সরকার) মানুষকে খুন, গুম সাংবিধানিক অধিকার নষ্ট করেছেন। এটা অভ্যন্তরীণ নয়, এটা বিশ্বের বিষয়। এগুলো বললে আওয়ামী লীগের খারাপ লাগে।

সভায় সভাপতিত্ব করেন জিয়া প‌রিষ‌দের সভাপ‌তি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুস। অধ্যাপক আবুল কালাম আজাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জিয়া পরিষদের অধ্যাপক ড. মো. লুৎফর রহমান, ড. মো. এমতাজ হোসেন, আব্দুল্লাহিল মাসুদ, সাইফুর রহমান মিহির, অধ্যাপক ড. কামরুল আহসান, প্রকৌশলী রুহুল আলমহ অনেকে।
(সূত্র কালের কণ্ঠ)

আরও দেখুন

১৪ ও ১৬ ডিসেম্বরের কর্মসূচি ঘোষণা করল বিএনপি

আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নতুন কর্মসূচি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *