শিরোনাম

৯ম জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫-এ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৬ষ্ঠ স্থান অর্জন

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (CUB) গর্বের সঙ্গে ঘোষণা করছে যে, ৯ম জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতা বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড ২০২৫-এ আইন বিভাগ এক নতুন মাইলফলক অর্জন করেছে! দেশব্যাপী ৪৪টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে, CUB জাতীয়ভাবে ৬ষ্ঠ স্থান অর্জন করেছে—এটি আমাদের সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

 

কোচ মাশরুর রহমান মাহিন-এর দক্ষ নেতৃত্বে আসেফ ইবনুল (ওরালিস্ট ১ – ১১তম), জান্নাতুননেসা জেবা (ওরালিস্ট ২ – ১৮তম) এবং তাওহিদ হাসান শার্নো (রিসার্চার) অনবদ্য আইনি দক্ষতা প্রদর্শন করেছে। দলটি চারটি প্রাথমিক রাউন্ডে জয়ী হয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়।

 

এই সাফল্য CUB-এর আইন শিক্ষার উৎকর্ষের প্রতিচ্ছবি, যা ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা জোগাবে।

আরও দেখুন

ওয়াশিংটন ডিসি’তে অনুষ্ঠিত জেসাপ মুটে’র আন্তর্জাতিক পর্বে ইস্টার্ন ইউনিভার্সিটি’র সাফল্য

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ফিলিপ সি. জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫-এর আন্তর্জাতিক পর্বে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *