শিরোনাম

বগুড়ায় দেশের প্রথম কার-পাওয়ার্ড ক্যাম্প ইলেকট্রিফাইং নাইট আয়োজন করল বিওয়াইডি

বিওয়াইডি অ্যাটো ৩ ও এর অত্যাধুনিক ভেহিকল-টু-লোড (ভিটুএল) পরিচালিত আকর্ষণীয় ই-ক্যাম্প ‘বিওয়াইডি ইলেকট্রিফাইং নাইট’ আয়োজনের মধ্য দিয়ে ইলেকট্রিক মোবিলিটির ভবিষ্যতের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বিওয়াইডি বাংলাদেশ। ইলেকট্রিক গাড়ি থেকে সম্পূর্ণ পাওয়ার (বিদ্যুৎ) নিয়ে দেশে সর্বপ্রথম ক্যাম্পিং করার এই অভিজ্ঞতা নতুন মাইলফলক অর্জন করেছে।
বগুরার মোমো ইনে সম্প্রতি সফলভাবে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে বিওয়াইডি অ্যাটো ৩ এর মালিক, বিওয়াইডির কর্মকর্তা ও সম্ভাব্য ক্রেতারা উদ্ভাবন ও কমিউনিটির প্রাণবন্ত এক পরিবেশ উদযাপন করেন। অংশগ্রহণকারীরা বারবিকিউ, আউটডোর সিনেমা, সঙ্গীত ও পূর্ণ ক্যাম্পিং সেটআপে অনন্য এক রাতের অভিজ্ঞতা অর্জন করেন। আর এই সবকিছুরই নিরবচ্ছিন্ন এনার্জি আউটপুট সরবরাহ করা হয় বিওয়াইডি অ্যাটো ৩ থেকে।
আয়োজনে বিওয়াইডির উদ্ভাবনী ভেহিকল-টু-লোড (ভিটুএল) প্রযুক্তি ব্যবহার করা হয়, যেখানে অ্যাটো ৩-কে শক্তিশালী ও বহনযোগ্য এনার্জি সোর্স হিসেবে পুরোপুরি কাজে লাগানো হয়। একটি বিশেষ অ্যাডাপ্টার ব্যবহার করে গাড়িটির হাই-ভোল্টেজ ব্যাটারি থেকে বাহিরের ডিভাইস ও অ্যাপ্লায়েন্সে পাওয়ার সরবরাহ করা হয়। আর এর মধ্য দিয়ে বাস্তব ক্ষেত্রে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার ও স্বাচ্ছন্দ্য পুরোপুরি বোঝা যায়। অনবদ্য এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য ইলেকট্রিক মোবিলিটিকে বাস্তব, সহজলভ্য ও স্বাচ্ছন্দ্যদায়ক করে তোলার ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বিওয়াইডি।
এ বিষয়ে বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, “বিওয়াইডি ইলেকট্রিফাইং নাইট কেবল কোনো আয়োজন নয়, এটি ইলেকট্রিক ভেহিকল কীভাবে আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগে তার শক্তিশালী বহিঃপ্রকাশ। বিওয়াইডি অ্যাটো ৩-এর মাধ্যমে একটি পুরো ক্যাম্পসাইটের পাওয়ার নিশ্চিত করার মাধ্যমে আমাদের ভিটুএল টেকনোলজির সক্ষমতা বোঝা যায়। মোবিলিটির আগামী এখানেই; যেখানে পরিচ্ছন্ন, বুদ্ধিদীপ্ত ও সক্ষমতা আমাদের বাস্তব জীবনকে আরও সহজ করে তোলে। বাংলাদেশে সবুজ ও আরও টেকসই আগামী নিশ্চিত করতে উদ্ভাবনী সমাধান নিয়ে আসার ক্ষেত্রে বিওয়াইডির এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
বিওয়াইডি ইলেকট্রিফাইং নাইটের সফল এ আয়োজন বাংলাদেশে শক্তিশালী ইভি কমিউনিটি নিশ্চিত করা এবং একইসাথে, দেশকে পরিচ্ছন্ন ও টেকসই মবিলিটির দিকে দ্রুত রূপান্তরের ক্ষেত্রে বিওয়াইডির প্রতিশ্রুতিই তুলে ধরে।

আরও দেখুন

ইসলামী ব্যাংক খুলনা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক খুলনা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর খুলনা জোনের ব্যবসায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *