শিরোনাম

আবারও কবির বকুলের লেখা গান নিয়ে আসছেন তাসনিয়া ফারিন

কবির বকুলকে নিয়ে ফাটিন  বলেন-

রঙে রঙে রঙিন হবো” থেকেই যার সাথে পথচলার শুরু।মেরিল-প্রথম আলো উপস্থাপনা, জিপিএ ৫ সম্মাননাসহ এমন অসংখ‍্য স্মৃতি মনে পড়ছে। নিঃশব্দে যিনি সবসময় পাশে থেকেছেন সেই মানুষটা আমাদের প্রিয় কবির বাকুল ভাই। তিনি শুধু বাংলাদেশের একজন স্বনামধন‍্য সুরকার ও গীতিকার নন, আমার পথচলার একজন অবিচ্ছেদ্য অংশ।
আরও একবার তাঁর লেখা গানের ভালোবাসা নিয়ে আসছি আমার প্রযোজনা সংস্থা Foring Films থেকে
“মন গলবে না”।
ট্রেলার আসছে আগামীকাল। 🤍

আরও দেখুন

মুক্তি পেল ‘মুক্তি: জেন জেড রেভ্যুলেশন’

অনলাইন-ভিত্তিক পত্রিকা ‘দ্য ফ্রন্ট পেজ’-এর অফিশিয়াল ফেইসবুক পেইজে মুক্তি পাচ্ছে জুলাই বিপ্লবের অসাধারণ গল্প নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *