শিরোনাম

অশ্লীল দৃশ্যের জন্য শুধু পরিচালক নন, শিল্পীও দায়বদ্ধ : তানজিকা

জনপ্রিয় বিনোদন মাধ্যম ওটিটি প্ল্যাটফরমের বিরুদ্ধে অশ্লীল ও যৌনতার অভিযোগ আনছেন অনেকে। সেন্সর ব্যবস্থা নেই বলে দর্শকের আগ্রহ তৈরির জন্য কৌশলে এ ধরনের দৃশ্য বা সংলাপ সংযোজন করা হচ্ছে।

অনেক অভিনেত্রী আছেন, যারা চরিত্রের প্রয়োজনে অশ্লীল দৃশ্যে অভিনয়ে আপত্তি করেন না। আবার কেউ কেউ মোটেই তা করতে রাজি নন।তাদেরই একজন তানজিকা আমিন।

অভিনেত্রী মনে করেন, অশ্লীল দৃশ্যের জন্য শুধু একজন পরিচালক দায়বদ্ধ নন। শিল্পীও দায় এড়াতে পারেন না। পর্দায় একজন শিল্পী কতটুকু কী করবেন, তা মাথায় থাকা দরকার।

অযথা কিংবা অপ্রয়োজনে শুধু কিছু অশ্লীল দৃশ্যের দর্শকের জন্য অশ্লীল দৃশ্যে অভিনয় করার কোনো মানে নেই বলে মনে করেন তিনি।

২০০৪ সালের লাক্স আনন্দধারা মিস ফটোজেনিক প্রতিযোগিতায় প্রথম রানার আপ তানজিকা আমিন।

 

 

আরও দেখুন

কোথায় হারালেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চার সুন্দরী!

জান্নাতুল নাঈম এভ্রিল, নিশাত নাওয়ার সালওয়া, জেসিয়া ইসলাম ও রাফাহ নানজীবা তোরসা—চারজনই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *