আজ ৮ই ফেব্রæয়ারি ২০২৫ তারিখ ইস্টার্ন ইউনিভার্সিটির রেজাকুল হায়দার হল-এ স্প্রিং ২০২৫ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সফলভাবে আয়োজিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মানিরুজ্জামান মোল্লা, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আলী আজ্জম, প্রাক্তন চেয়ারম্যান এবং সদস্য, বোর্ড অব ট্রাস্টিজ, ইস্টার্ন ইউনিভার্সিটি। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রফেসর ড. সহিদ আকতার হুসাইন, ভাইস চ্যান্সেলর, ইস্টার্ন ইউনিভার্সিটি।
অনুষ্ঠানটি শুরু হয় প্রফেসর ড. শরীফ মানিরুজ্জামান শিরাজী-এর অভিবাদনমূলক ভাষণের মাধ্যমে, যিনি স্প্রিং – ২০২৫ নবীন বরন অনুষ্ঠানের আহ্বায়ক এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন। এরপর ড. আবুল বাশার খান, রেজিস্ট্রার, ইস্টার্ন ইউনিভার্সিটি শুভে”ছা বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে বক্তৃতা দেন প্রফেসর মো. শামসুল হুদা, ট্রেজারার, ইস্টার্ন ইউনিভার্সিটি, মোহাম্মদ মনিরুজ্জামান আখন্দ, কলা অনুষদের ডিন, প্রফেসর আব্বাস আলী খান, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন, প্রফেসর ড. মো. মাহফুজুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন, এ.বি.এম. ইমদাদুল হক খান, আইন অনুষদের ডিন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রস্তাবনা, সুযোগ-সুবিধা এবং ক্যাম্পাস জীবনের মূল্যবান ধারণা প্রদান করা হয়, যা তাদের আসন্ন একাডেমিক যাত্রার প্রস্তুতির জন্য সহায়ক হবে। প্রোগ্রামটি শেষ হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে, যা ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের প্রানবন্ত মনোভাব এবং প্রতিভা প্রদর্শন করে। স্প্রিং ২০২৫ শিক্ষার্থীদের জন্য এই অনুষ্ঠানটি একটি রোমাঞ্চকর সূচনা। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং নতুন শিক্ষার্থীরা, বিভিন্ন কলেজের অধ্যক্ষগণ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, কর্মকর্তা – কর্মচারিসহ অনেকেই উপস্থিত ছিলেন।
আরও দেখুন
৯ম জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট কোর্ট প্রতিযোগিতা ২০২৫-এ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৬ষ্ঠ স্থান অর্জন
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (CUB) গর্বের সঙ্গে ঘোষণা করছে যে, ৯ম জেসাপ ইন্টারন্যাশনাল ল’ মুট …