শিরোনাম

কর অঞ্চল-নারায়ণগঞ্জে “আয়কর তথ্য-সেবা মাস” ২০২৩ এর শুভ উদ্বোধন

জাতীয় রাজস্ব বোর্ড এর নির্দেশনা মোতাবেক কর অঞ্চল-নারায়ণগঞ্জ কর্তৃক সম্মানিত করদাতাগণের আয়কর রিটার্ন দাখিল ও প্রাপ্তিস্বীকারপত্র প্রদান সহজীকরণের লক্ষ্যে “আয়কর তথ্য-সেবা মাস” ০১-৩০ নভেম্বর, ২০২৩ উদযাপন করছে। এ উপলক্ষ্যে “আয়কর তথ্য-সেবা মাস” এর শুভ উদ্বোধন করেন মিজ্ শারমিন ফেরদৌসী, সম্মানিত কর কমিশনার, কর অঞ্চল-নারায়ণগঞ্জ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-১, জনাব মোঃ শব্বির আহমদ, যুগ্ম কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-২, জনাব কাজী আবু মাহমুদ ফয়সাল, পরিদর্শী রেঞ্জ-৩, মিজ্ ফেরদৌসী হোসেন, পরিদর্শী রেঞ্জ-৪, জনাব শাহ্ মোহাম্মাদ মারুফ। আরও উপস্থিত ছিলেন উপ কর কমিশনার, সদর দপ্তর (প্রশাসন), সদর দপ্তর (প্রায়োগিক), কর অঞ্চল-নারায়ণগঞ্জের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং সম্মানিত করদাতাগণ।
কর কমিশনার মহোদয় সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণকে “আয়কর তথ্য-সেবা মাস” ২০২৩ এ আন্তরিকভাবে করদাতাগণকে সেবা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, কর অঞ্চল-নারায়ণগঞ্জের অধীক্ষেত্রাধীন নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলায় বিদ্যমান আয়কর অফিসসমূহেও “আয়কর তথ্য-সেবা মাস” এর কার্যক্রম চলমান রয়েছে।

আরও দেখুন

ঢাকাস্থ রাজশাহী বিভাগ সমিতির,‘সদস্য’ আহবান

ঢাকায় বসবাসরত রাজশাহী বিভাগের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সম্পূর্ণ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘ ‘রাজশাহী বিভাগ সমিতি, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *