বাংলাদেশের বিভিন্ন জেলায় যক্ষ্মা সনাক্তকরণের লক্ষ্যে আল্ট্রা পোর্টেবল এক্স-রে কাজ করছে। রংপুর জেলার প্রতিটি উপজেলায় এবং ইউনিয়ন পর্যায়ে এই পোর্টেবল এক্স-রে মেশিন ঘুরে ঘুরে প্রতিদিন কাজ চলছে। মানুষের দোড়গোড়ায় পৌঁছে যাচ্ছে অত্যাধুনিক যন্ত্রটি যেখানে AI(Artificial Intelligence) হিট ম্যাপের মাধ্যমে বুকের এক্স-রে তে স্কোরিং এর মাধ্যমে যক্ষ্মা সনাক্তকরণে সাহায্য করছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী এবং ইউএসএআইডি অ্যালায়েন্স ফর কম্বেটিং টিবি ও আইসিডিডিআর’বি এর সহায়তায় এই কার্যক্রম চলছে৷
রংপুর জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াজেদ আলী’র নেতৃত্বে এই সেবা জেলার প্রতিটি জায়গায় বিস্তৃত করতে কাজ করে যাচ্ছে রংপুর জেলার সকল উপজেলা পঃ পঃ কর্মকর্তা, বিভাগীয় টিবি বিশেষজ্ঞ ডা. রানা চৌধুরী, সকল উপজেলার মেডিকেল অফিসারবৃন্দ, ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. মো. মাবুদ উজ জামান সজল সহ ব্র্যাক এবং আইসিডিডিআর’বি প্রতিনিধি দল।
কারিগরি সহায়তায় কাজ করছে মোঃ নাহিদুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট, রেডিওগ্রাফার।