গ্রামীণ অঞ্চলের তৃণমূল পর্যায়ের গবাদিপশু খামারিদের জন্য ঋণ সৃবিধা আরও বৃদ্ধি করবে ব্র্যাক ব্যাংক।
এ লক্ষ্যে এগ্রি-ফিনটেক স্টার্টআপ আইফারমার-এর সাথে একটি পার্টনারশিপ চুক্তি স্বাক্ষর করেছে, যা সারাদেশে ক্ষুদ্র পরিসরের গবাদিপশু খামারিদের অর্থায়নের সুযোগ সৃষ্টি করবে। এ চুক্তির অধীনে আইফারমার-এর তালিকাভুক্ত পশুপালকদের জামানত-মুক্ত ঋণ প্রদান করবে ব্র্যাক ব্যাংক। এই প্রকল্পে, আইফারমার পশুসম্পদ অর্থায়নের জন্য ব্র্যাক ব্যাংক-কে একটি বিশেষায়িত প্রোডাক্ট তৈরিতে সহায়তা করবে, যা ব্যাংকের পশুসম্পদ অর্থায়ন কার্যক্রম সম্প্রসারণ সহজ করবে।
চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংক-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং আইফারমার-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার জামিল এম আকবর।
এসএমই প্রধান ব্যাংক হিসেবে কৃষিখাতে সবসময়ই অগ্রাধিকার দিয়ে থাকে ব্র্যাক ব্যাংক।
#BracBank