শিরোনাম

জনতা ব্যাংক পিএলসি-এর নতুন এমডি হিসেবে যোগদান করেছেন মো: মজিবর রহমান

রাষ্ট্রমালিকানাধীন জনতা ব্যাংক পিএলসি-এর এমডি হিসেবে ৭ নভেম্বর ২০২৪ তারিখে যোগদান করেছেন মো: মজিবর রহমান। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি-এর এমডি হিসেবে তাঁর নিয়োগে সরকারের সম্মতি জ্ঞাপন করা হয়। এর পূর্বে তিনি প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

১৯৯৮ সালে রূপালী ব্যাংক পিএলসি-এর সিনিয়র অফিসার হিসেবে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ২৬ বছরের ব্যাংকিং ক্যারিয়ারে মো: মজিবর রহমান রূপালী ব্যাংকের বিভিন্ন শাখার শাখাব্যবস্থাপক, জোনাল অফিসের জোনাল হেড, বিভাগীয় কার্যালয়ের প্রধান এবং উক্ত ব্যাংকের প্রধান কার্যালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রূপালী ব্যাংক পিএলসি-এর মহাব্যবস্থাপক পদ থেকে পদোন্নতি প্রাপ্ত হয়ে সোনালী ব্যাংক পিএলসি-এর উপব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেন।

মো: মজিবর রহমান ১৯৬৯ সালে ময়মনসিংহ জেলার সদর উপজেলাধীন হাসাদিয়া গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ থেকে বিএসসি অনার্স ইন এগ্রিকালচারাল ইকনমিক্স এবং এগ্রিকালচারাল প্রডাকশন ইকনমিক্স-এ এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) থেকে জেএআইবিবি ও ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন। পেশাগত প্রয়োজনে তিনি দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করেছেন। এছাড়াও স্বীকৃত জার্নালে তাঁর কয়েকটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর আজীবন সদস্য। এছাড়াও বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির কার্য©নির্বাহী পরিষদের সহসভাপতি ও আজীবন সদস্য।

আরও দেখুন

মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল ম‍্যাচ অনুষ্ঠিত ।

‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’ এর চ্যাম্পিয়ন হলো সংবাদ ভিত্তিক টিভি চ‍্যানেল, নিউজ ২৪। গত ১৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *