শিরোনাম

জনতা ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ের নৈতিকতা কমিটির ২০২২-২৩ অর্থবছরের ২য় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

জনতা ব্যাংক লিমিটেড এর ‘নৈতিকতা কমিটি’র ২০২২-২৩ অর্থবছরের ২য় ত্রৈমাসিক সভা ২১ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুছ ছালাম আজাদ -এর সভাপতিত্বে প্রধান কার্যালয়ের কমিটি রুমে অনুষ্ঠিত হয় । সভায় নৈতিকতা কমিটির সদস্য ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ কামরুল আহসান, জনাব বিশ্বজিত কর্মকার, ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, জনাব মোঃ গোলাম মরতুজা এবং ফোকাল পয়েন্ট ও মহাব্যবস্থাপক (এইচআর) জনাব মোঃ আনোয়ার হুসাইনসহ ব্যাংকের অন্যান্য নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
নৈতিকতা কমিটির ফোকাল পয়েন্ট ও মহাব্যবস্থাপক (এইচআর) জনাব মোঃ আনোয়ার হুসাইন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের নৈতিকতা কমিটির সভার সিদ্ধান্তসমূহের আলোকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA), সিটিজেন চার্টার পরিবীক্ষণ ও সেবা গ্রহীতার মতামত রেজিষ্টারে সংরক্ষণ, কর্মপরিবেশ উন্নয়নের অগ্রগতি বিষয়ে সকলকে অবহিত করেন।
এছাড়া তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা মোতাবেক এ ব্যাংকের শুদ্ধাচার প্রতিষ্ঠায় সহায়ক কার্যক্রম হুইসেল ব্লোয়িং পলিসি, ই-পেনশন মডিউল এবং ফরেন রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির বিষয়ে সকলকে অবহিত করেন। তিনি দুর্নীতি প্রতিরোধে সহায়ক অন্যান্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ২০২২-২৩ অর্থবছরের কর্মপরিকল্পনা মোতাবেক কার্যক্রম পরিপালন বিষয়ে তথ্যাবলী উপস্থাপন করেন।
কমিটির সভাপতি ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুছ ছালাম আজাদ সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ অনুসরণপূর্বক এ ব্যাংকের সকল স্তরে সুশাসন নিশ্চিত করে দেশের বৃহত্তম কার্যকরী বাণিজ্যিক ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ’-এর বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে বিজয়ের এ মাসে স্বাধীনতার মহান স্হপতি সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদ ও অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

আরও দেখুন

জনতা ব্যাংকের নতুন পরিচালক মোঃ ওবায়দুল হককে ব্যাংকের চেয়ারম্যানের শুভেচ্ছা

বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবং এনআরবিসি ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ ওবায়দুল হক জনতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *