জনতা ব্যাংক লিমিটেড এর ‘নৈতিকতা কমিটি’র ২০২২-২৩ অর্থবছরের ২য় ত্রৈমাসিক সভা ২১ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুছ ছালাম আজাদ -এর সভাপতিত্বে প্রধান কার্যালয়ের কমিটি রুমে অনুষ্ঠিত হয় । সভায় নৈতিকতা কমিটির সদস্য ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ কামরুল আহসান, জনাব বিশ্বজিত কর্মকার, ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, জনাব মোঃ গোলাম মরতুজা এবং ফোকাল পয়েন্ট ও মহাব্যবস্থাপক (এইচআর) জনাব মোঃ আনোয়ার হুসাইনসহ ব্যাংকের অন্যান্য নির্বাহীগণ উপস্থিত ছিলেন।
নৈতিকতা কমিটির ফোকাল পয়েন্ট ও মহাব্যবস্থাপক (এইচআর) জনাব মোঃ আনোয়ার হুসাইন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের নৈতিকতা কমিটির সভার সিদ্ধান্তসমূহের আলোকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA), সিটিজেন চার্টার পরিবীক্ষণ ও সেবা গ্রহীতার মতামত রেজিষ্টারে সংরক্ষণ, কর্মপরিবেশ উন্নয়নের অগ্রগতি বিষয়ে সকলকে অবহিত করেন।
এছাড়া তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা মোতাবেক এ ব্যাংকের শুদ্ধাচার প্রতিষ্ঠায় সহায়ক কার্যক্রম হুইসেল ব্লোয়িং পলিসি, ই-পেনশন মডিউল এবং ফরেন রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির বিষয়ে সকলকে অবহিত করেন। তিনি দুর্নীতি প্রতিরোধে সহায়ক অন্যান্য কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং ২০২২-২৩ অর্থবছরের কর্মপরিকল্পনা মোতাবেক কার্যক্রম পরিপালন বিষয়ে তথ্যাবলী উপস্থাপন করেন।
কমিটির সভাপতি ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আব্দুছ ছালাম আজাদ সভায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ অনুসরণপূর্বক এ ব্যাংকের সকল স্তরে সুশাসন নিশ্চিত করে দেশের বৃহত্তম কার্যকরী বাণিজ্যিক ব্যাংক হিসাবে আত্মপ্রকাশ’-এর বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে বিজয়ের এ মাসে স্বাধীনতার মহান স্হপতি সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদ ও অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
আরও দেখুন
জনতা ব্যাংকের পিসিআই-ডিএসএস সনদ অর্জন
জনতা ব্যাংক পিএলসি. সম্প্রতি ২য় বারের মতো কার্ড ব্যবসা পরিচালনায় নিরাপত্তা ও গ্রাহক ডাটার সুরক্ষা …