Azam Khan
Pblic Relations Association of Banks এর সহ সভাপতি এবং বাংলাদেশ জনসংযোগ সমিতির সাবেক সহ-সভাপতি,
দীর্ঘ ২ যুগ যিনি সুনামের সাথে জনসংযোগ পেশায় আছেন এবং আলোকিত করে রেখেছেন এই অংগন।দেশের শীর্ষ পাঁচটি ব্যাংকে( স্ট্যান্ডার্ড ব্যাংক, ঢাকা ব্যাংক, ডাচ বাংলা, ফার্স্ট সিকিউরিটি ও মিউচুয়াল ট্রাষ্ট) জনসংযোগ প্রধান হিসেবে কাজ করেছেন,বর্তমানে তিনি মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের চীফ কমিউনিকেশন অফিসার হিসেবে আছেন।
এছাড়া তার একটি পরিচয় আছে,তিনি ছোট পর্দা ও বড় পর্দার জনপ্রিয় ও পরিচিত মুখ। কাজ করেছেন অসংখ্য নাটক,টেলিফিল্ম, বিজ্ঞাপন চিত্রে। অভিনয় করেছেন কয়েকটি চলচ্চিত্রে।
এর বাইরেও তিনিএকজন সুসংগঠক,সমাজসেবক।জনসংযোগ সমিতির সাথে জড়িয়ে আছেন সুদীর্ঘ সময় ।
বহুমাত্রিক এই ব্যক্তিত্বের আজ এই ধরণীতে আগমন দিবস। তার আগমনে আমরা পেয়েছি একজন সফল জনসংযোগবিদ,মডেল,অভিনেতাকে। পেয়েছি একজন ভালো মানুষ, বন্ধুকে।
আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াত কামনা করি।
ভালো থাকুন আমাদের প্রিয় মানুষটি।
- শুভ জন্মদিন।