জামালপুরের ঐতিহ্যবাহী পিঠালি সম্পর্কে কমবেশি সবারই জানা মাংস দিয়ে তৈরি এই সুস্বাদু খাবার বিভিন্ন অনুষ্ঠানে খাওয়ানো হয় জামালপুরে। বিশেষ করে চাল্লিশা, মৃত্যুবার্ষিকী, পারিবারিক মিল্লাত মাহফিল,সুন্নাতে খৎনা,বিয়ের অনুষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে এ পিঠালি খুবই পরিচিত একটি খাবার। জামালপুরের পাশাপাশি জেলাগুলোতেই এ পিঠালির ব্যাবার দেখা যায়। যারা এখনো এই পিঠালি খাইনি তাদের প্রতি অনুরোধ রইল ইউটিউবে জামালপুরের পিঠালি লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন এর রেসিপি।
আরও দেখুন
কেরানীগঞ্জের খোলামোড়া বাজার এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান
১১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে তিতাস গ্যাসের আওতাধীন খোলামোড়া বাজার, কেরানিগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ …