শিরোনাম

জামালপুরে রায়ট ড্রিল ও আগ্নেয়াস্ত্র ব্যবহার সংক্রান্তে বিশেষ প্যারেড অনুষ্ঠিত

গত শনিবার (০৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক পুলিশ লাইন্স, জামালপুর মাঠে PRB (PRB প্রবিধান ১৪৩, ১৫২-১৫৬) নির্দেশনা অনুযায়ী অবৈধ সমাবেশ মোকাবেলায় এবং পুলিশ কর্তৃক শক্তি প্রয়োগ সংক্রান্তে রায়ট ড্রিলের ধাপসমূহ যথাযথভাবে অনুসরণপূর্বক অনুশীলন করা হয়।

মাননীয় পুলিশ সুপার জনাব নাছির উদ্দিন আহমেদ মহোদয়ের সার্বিক তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম & অপস্) জনাব জাহিদুল ইসলাম খান, জামালপুর মহোদয়, পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের মাঝে Verbal ও Non-lethal উপকরন যেমন সতর্কতা, বাশি, লাঠি, গ্যাস, রাবার বুলেট এবং কোন পর্যায়ে, কোন পরিস্থিতিতে সর্বোচ্চ ধৈর্য ও পেশাদারিত্বের সাথে কতটুকু পরিমান Lethal অস্ত্রের ব্যবহার করা যাবে এই সংক্রান্তে বিশেষ ব্রিফিং করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) জনাব জাকির হোসেন সুমন, জামালপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

‘অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান’

গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *