আজ ২৪ সেপ্টেম্বর ২০২২ তারিখে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে জামালপুর জেলার শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে সামাজিক সম্প্রীতি-সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব শ্রাবস্তী রায় এর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মির্জা আজম, মাননীয় সংসদ সদস্য, জামালপুর-৩ ও সভাপতি, বস্ত্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
এছাড়াও এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: মোজাফফর হোসেন, মাননীয় সংসদ সদস্য, জামালপুর-৫ আসন; জনাব নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, জামালপুর; জনাব ফারুক আহাম্মেদ চৌধুরী, প্রশাসক, জেলা পরিষদ জামালপুর; জনাব ড: প্রনয় কান্তি দাস, সিভিল সার্জন, জামালপুর; জনাব সৈয়দ আতিকুর রহমান ছানা, সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা; জনাব মোহাম্মদ ছানোয়ার হোসেন, মেয়র, জামালপুর পৌরসভা; বীর মুক্তিযোদ্ধা জনাব মো: সুজাত আলী, সাবেক ডেপুটি কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর; জনাব আলহাজ্ব মাওলানা মো: আকতারুজ্জামান সিদ্দিকী, সভাপতি, জেলা ইমাম সমিতি, জামালপুর; জনাব লক্ষ্মীকান্ত পন্ডিত, সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, জামালপুর; জনাব প্রদীপ কুমার সোম, সভাপতি, জেলা পুজা উদযাপন পরিষদ, জামালপুর।
এই সমাবেশে সকল ধর্মের এবং সকল শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।