জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মেলান্দহ জোনাল অফিসের আওতাধীন সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ০৪/০৩/২৩ খ্রি: তারিখ শনিবার ৩৩কেভি লাইনের রাইট অব ওয়ে এবং ১১কেভি লাইন নির্মাণ কাজের জন্য সকাল ৮:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উন্নয়ন মূলক কাজের স্বার্থে উল্লেখিত কাজসমূহ করা জরুরি প্রয়োজন। উক্ত কাজের স্বার্থে সাময়িক অসুবিধার জন্য জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে এবং সকলের ধৈর্য এবং সহযোগিতা একান্তভাবে কামনা করছে।