প্রিয় সদরবাসী, আপনারা বিচার বিশ্লেষণ করুন। যিনি পনেরো বছর সরকারের বহু গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, কিন্তু জামালপুর সদরের কোন উন্নয়ন করেন নাই। সব উন্নয়ন নিয়ে গেছেন মেলান্দহ – মাদারগঞ্জে। এখন এমপি হওয়ার জন্য তিনি উন্নয়নের প্রতিশ্রুতির ফুলঝুরি ফুটিয়ে যাচ্ছেন।
তিনি জামালপুরে এয়ারপোর্ট বানানোর স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু তিনি কোন ভালো বাস সার্ভিসের কথা বলছেন না যেটা জনগনের সত্যিকারের প্রয়োজন। তিনি এই বাসের সিন্ডিকেট ভাংতে পারবেন না, কারণ এই অবৈধ সিন্ডিকেটের সাথে একাট্টা হয়ে তিনি নির্বাচন করছেন। তিনি পরিবেশ রক্ষাকারী ব্রহ্মপুত্র নদকে দখলদারদের কাছ থেকে উদ্ধারের কোন কথা বলছেন না, কারণ এই দখলদারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তিনি এমপি হতে চাচ্ছেন।
সিদ্ধান্ত আপনার হাতে। সদরের পনেরোটি ইউনিয়নের অলিগলি সব আমার জানা, গণমানুষের প্রয়োজনীয়তার কথা আমার জানা, কোথায় অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করতে হবে সেটা আমার জানা..,! আমি কোন অবাস্তব উন্নয়নের প্রতিশ্রুতি দিবোনা। আমি জানি আমার সদরের জন্য কোথায় কোথায় অগ্রাধিকার ভিত্তিতে কি কি কাজ করলে জনগন সত্যিকার ভাবে উপকৃত হবে।
এবং সবশেষে তিনি আগামী ৭ তারিখ সারাদিন ঈগল মার্কায় ভোট চেয়েছেন।