মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো’র মহা পরিচালক (অতিরিক্ত সচিব) এসকে মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর এসইআইপি প্রজেক্টের চিফ কোঅর্ডিনেটর ইঞ্জি. মো. আব্দুল মান্নান, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর সাসটেইন্যাবল কোস্টাল অ্যান্ড ম্যারিন ফিশারিজ প্রজেক্টের প্রজেক্ট কোঅর্ডিনেটর এমআইএম জুলফিকার সোহেল, বাংলাদেশ কারগরি শিক্ষা বোর্ড-এর ডেপুটি ডিরেক্টর (কোর্স অ্যাক্রিডিটেশন) এস এম শাহজাহান। এছাড়া, মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের কান্ট্রি ডিরেক্টর জারীন খায়ের (পিএইচডি), হেড অব স্ট্র্যাটেজিক পার্টনারশিপস মো. আব্দুর রহিম এবং হেড অব প্রোগ্রামস ড. ফাদিয়া সুলতানা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এই মেলায় ভার্চুয়াল আই ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, বিটবার্ডস সল্যুশনস, রয়বক্স প্রোডাকশনস, ফায়ারফ্লাইস, এশিয়াটিক এক্সপ, এ-জোন এইচআরএম লিমিটেড, স্বপ্ন, ইন্টেলিজেন্ট ইমেজ ম্যানেজমেন্ট লি., আমিন ট্যুরস অ্যান্ড ট্র্যাভেলস মালয়েশিয়া বাংলাদেশ হোল্ডিংস পিটিই লি., মুসলিম এইড টিভিইটি সেন্টার মোহাম্মদপুর, মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি (এমএআইটি) মিরপুর, জেনেক্স ইনফোসিস লি. অংশগ্রহণ করে।
প্রধান অতিথির বক্তব্যে এনজিও অ্যাফেয়ার্স ব্যুরো’র মহা পরিচালক (অতিরিক্ত সচিব) এস.কে মো. মনিরুজ্জামান বলেন, “আমাদের দেশে বেকারত্বের সমস্যা যেমন রয়েছে, তেমনই রয়েছে দক্ষ জনশক্তির অভাব ও চাহিদা। একই খাতের এই দুই প্রান্তকে একীভূত করার প্রয়াসে মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস কর্তৃক গৃহীত পদক্ষেপের প্রতি সাধুবাদ জানাই। এমন উদ্যোগে উভয় পক্ষের মাঝে সৃষ্ট গ্যাপ দূর হবে সহজেই।”
মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিস-এর কান্ট্রি ডিরেক্টর জারীন খায়ের বলেন, “দেশের দক্ষ চাকরি প্রত্যাশীদের কাঙ্ক্ষিত চাকরি খুঁজে পেতে সহযোগিতা করাই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। এতে করে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলো যোগ্য ও দক্ষ কর্মী খুঁজে পাবে সহজেই। আর এই দুটোর সমন্বয় দেশে কর্মসংস্থান খাত সচল রাখতে সহায়ক হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”