গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য পঞ্চম মন্ত্রিসভার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ ফরিদুল হক খান দুলাল এমপি,জামালপুর- ২ মহোদয় নির্ধারিত সফরসূচি অনুযায়ী জামালপুর জেলা সফর করেন।
তাঁর নির্ধারিত সফরসূচি অনুযায়ী মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে মন্ত্রী মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচছা জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, জামালপুর।
পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল মাননীয় মন্ত্রী মহোদয়-কে “গার্ড অব অনার” প্রদান করে।
এসময় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জামালপুর জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারদের সাথে মতবিনিময় করেন।
এসময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।