নেপালের পর্যটন নগরী পোখরার বিমানবন্দরে নামার সময় ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ পাহাড়ি নদীখাতে বিধ্বস্তের ঘটনায় কোনো ব্যক্তির জীবিত থাকার আশা ম্লান হয়ে গেছে।
সোমবার (১৬ জানুয়ারি) ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, এদিন নেপাল সেনাবাহিনীর মুখপাত্র কৃষ্ণ প্রসাদ ভান্ডারি বলেছেন, দুর্ঘটনাস্থল থেকে আমরা কাউকে জীবিত উদ্ধার করিনি।
কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, উদ্ধারকারীরা এখন পর্যন্ত দুর্ঘটনার ধ্বংসাবশেষ থেকে ৬৮ জনের মৃতদেহ উদ্ধার করেছে, বাকি চারজনের সন্ধান চলছে।
সেনাবাহিনীর উদ্ধারকর্মীরা জানিয়েছেন, উদ্ধার প্রচেষ্টা ব্যাহত রয়েছে। গত রাতে তা বন্ধ করা হয়েছিল। সকালে আবার অনুসন্ধান অভিযান শুরু হওয়ার কথা রয়েছে।
নেপালের জেলা প্রশাসনের একজন কর্মকর্তা বলেছেন, যারা মারা গেছে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গন্ডকি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বেশির ভাগ মৃতদেহ এতটাই পুড়ে গেছে যে সেগুলো শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারাগামী অভ্যন্তরীণ রুটের ওই উড়োজাহাজটির আরোহীদের মধ্যে ৬৮ জন যাত্রী, বাকিরা ক্রু। যাত্রীদের মধ্যে ১৫ জন বিদেশি নাগরিক থাকলেও বাংলাদেশি কেউ ছিলেন না।
নেপাল ছাড়া অন্য যে দেশগুলোর যাত্রীরা ছিলেন তারা হলেন- পাঁচজন ভারতীয়, চারজন রুশ, দুজন দক্ষিণ কোরীয় এবং আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও আর্জেন্টিনার একজন করে।
সূত্রঃএকাত্তর অনলাইন