শিরোনাম

পরিবেশবান্ধব স্থাপনা তৈরি করে জ্বালানি সাশ্রয়ে স্থপতিগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিবেশবান্ধব স্থাপনা তৈরি করে জ্বালানি সাশ্রয়ে স্থপতিগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের আবহাওয়া উপযোগী উপকরণ ও উপাদান ব্যবহার করে স্থাপনাগুলোকে আরো টেকসই ও পরিবেশবান্ধব করা যেতে পারে। স্থাপনাগুলো যদি বাংলাদেশের পরিবেশ ও প্রতিবেশের উপযোগী হিসেবে তৈরি হয় তবে তাতে ৩০ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয় হতে পারে।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব আর্কিটেক্টস এর সভাপতি জোসে লুইস কোর্তেজ -এর সম্মানে এবং বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ‘সুবর্ণ আসর: বন্ধন ও বন্ধুত্ব (Friendship Forever)’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন প্রকৃতি ও প্রযুক্তির সমন্বয়ে জ্বালানি সাশ্রয়ী, কার্বন নিরপেক্ষ আগামীর বাংলাদেশ গড়তে দারুণ ভূমিকা রাখবে স্থপতিবৃন্দ। অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, নেপাল, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকাসহ বিভিন্ন দেশ থেকে আগত স্থপতিবৃন্দকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব আর্কিটেক্টস সহ-সভাপতি নাতালি মোসিন, সহ-সভাপতি টকুনবো, সহ-সভাপতি ইশতিয়াক জহির তিতাস, সেক্রেটারি জেনারেল তাং পেই ইং এবং অন্যান্য কাউন্সিল মেম্বারগণ।

আরও দেখুন

চালু হলো ফেসবুক, টিকটকসহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার জেরে বন্ধ করে দেওয়ার প্রায় দুই সপ্তাহ পর ফেসবুক, টিকটক, ইউটিউবসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *