০৮ বছর পর বিরতি ভেঙে পর্দায় ফিরলেন রিচি সোলায়মান। ‘গিরিগিটি’ নামের ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। ফিল্মটি নির্মাণ করেছেন কলকাতার বিজয় জানার। ‘গিরগিটি’ ওয়েব ফিল্মটির গল্পে দু’জন নারীকে ঘিরে, একজন সিরিয়াল কিলার, আরেকজন পুলিশ। ওয়েব ফিল্মে পুলিশ কর্মকর্তা শোভনার চরিত্রে অভিনয় করেছেন রিচি। একটি খুনের রহস্যের উদঘাটন করেন তিনি। এভাবেই এগিয়ে যায় এর গল্প। ‘গিরগিটি’ ওয়েব ফিল্মে আরো অভিনয় করেছেন চান্দ্রায়ী ঘোষ, নীলসহ অনেকে। খুব শিগগির আরটিভি প্লাসে মুক্তি পাবে এটি।
উল্লেখ্য, ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান এখন থেকে নিয়মিত অভিনয় করবেন।
আরও দেখুন
গুঞ্জন সত্যি হলো, দেবের সঙ্গে ইধিকা, হয়ে গেল সিনেমার মহরত
ঢালিউড সুপারস্টার শাকিব খানের পর টালিউড সুপারস্টার দেবের নায়িকা হচ্ছেন ইধিকা পাল। কয়েক মাস আগে …