ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের আরেকটি মাইলফল অর্জন। উদ্বোধন করা হলো ব্যাংকের ১৫০তম উপশাখা। সেপ্টেম্বর ১১, ২০২২ তারিখে শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ৩টি উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। উপশাখাগুলো হলো যুগীরহাট উপশাখা (১৫০তম), ইউনুছ নগর, হাটহাজারী,চট্টগ্রাম; কুতুবদিয়া উপশাখা (১৫১তম), বড়ঘোপ, কুতুবদিয়া, কক্সবাজার এবং ময়েনদিয়া বাজার উপশাখা (১৫২তম), বোয়ালমারী, ফরিদপুর। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উক্ত উপশাখাসমূহের উদ্বোধন করেন।
আরও দেখুন
অপো নিয়ে এলো নতুন রেনো১২ ৫জি-
ফোনটিতে রয়েছে অত্যাধুনিক লাইভ ফটো, এআই ক্লিয়ার, বেস্ট ফেস ও জেনারেটিভ এআই। আর্টিফিসিয়াল …