শিরোনাম

বিয়ের গুঞ্জনের মাঝেই রাঘবের সঙ্গে খেলার মাঠে পরিণীতি চোপড়া

বেশ কিছুদিন ধরেই তীব্র গুঞ্জন উঠেছে যে সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে সম্পর্কে রয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। কখনো রাঘব চাড্ডা মুম্বাইয়ে তো কখনো পরিণীতি দিল্লিতে। যেদিন থেকে একসঙ্গে লাঞ্চ আর ডিনার ডেটে দেখা মিলেছে পরিণীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডার সেদিন থেকেই গুঞ্জনের শুরু। শোনা যাচ্ছে, পুরনো দুই বন্ধু গাঁটছড়া বাঁধবেন শিগগিরই!

এবার আইপিলের খেলার মাঠে একসঙ্গে ধরা দিলেন দুজন। ভরা স্টেডিয়ামে। ‘চর্চিত প্রেমিকা’কে সঙ্গে নিয়ে আইপিএলের ম্যাচ দেখলেন রাঘব।

বুধবার মোহালির পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ‘আইপিএল ২০২৩’ ম্যাচ দেখতে এসেছিলেন এই জুটি। স্টেডিয়াম থেকে তাদের ছবি আপাতত ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। দুজনেই এদিন এসেছিলেন কালো পোশাকে। এর আগেও তাদের একই রঙের পোশাকে টুইনিং করতে দেখা গিয়েছে। স্টেডিয়াম থেকে এই জুটির একটি ভিডিও অনলাইনে খুব ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, স্টেডিয়ামে দুজন একসঙ্গে দেখে খেলা দেখতে আসায় জনতা উত্তেজিত হয়ে পড়ে। চিৎকার করে তাঁরা পরিণীতিকে ‘ভাবি’ বলে ডাকতে শুরু করেন। আর তা শুনে অভিনেত্রীর লাজুক হাসি আর গাল লাল হয়ে যাওয়া চোখ এড়ায়নি ক্যামেরার।

পরিণীতি এবং রাঘব লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশোনার সময় থেকেই একে অপরকে চিনতেন। তবে সেই সময় প্রেম ছিল না। একে-অপরের বন্ধু ছিলেন শুধু। প্রেমটা হয়েছে সম্প্রতিই। তবে ‘ইশকজাদে’ নায়িকা অবশ্য সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি। আর রাঘবকে প্রশ্ন করা হলে জবাব ছিল, ‘পরিণীতি নয়, রাজনীতি নিয়ে প্রশ্ন করুন।’

ঘনিষ্ঠ সূত্র মতে, আগামী ১৩ মে বাগদান সারবেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা। দিল্লিতে হবে সেই শুভকাজ। আর বিয়ে হবে অক্টোবরে। শোনা যাচ্ছে বোনের বিয়েতে যোগ দিতে পারেন প্রিয়াঙ্কা চোপড়াও। কারণ, জিও মামি ফিল্ম ফেস্টিভ্যালে যোগ দিতে তখন ভারতে থাকবেন প্রিয়াঙ্কা।সূত্র: কালের কণ্ঠ

আরও দেখুন

কোথায় হারালেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশের চার সুন্দরী!

জান্নাতুল নাঈম এভ্রিল, নিশাত নাওয়ার সালওয়া, জেসিয়া ইসলাম ও রাফাহ নানজীবা তোরসা—চারজনই ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *