বেঙ্গল সিমেন্ট প্রেজেন্টস ‘বাংলার গায়েন সিজন ২’ এর চ্যাম্পিয়ন হয়েছেন বাঁধন মোদক। এবারের আয়োজনে ১ম রানারআপ হয়েছেন যৌথভাবে শান্তা ইসলাম ও সাথী আক্তার। ২য় রানারআপ হয়েছেন সোহেল ভেরো। মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হয়েছে গ্র্যান্ড ফিনালের জমকালো আয়োজন।
‘বাংলার গায়েন সিজন ২’ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ড. হাছান মাহমুদ এমপি, সম্মানিত প্রেসিডেন্ট এফবিসিসিআই এবং বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এবং আরটিভির ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন কবির বাবলু, বেঙ্গল সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব ফিরোজ আলম টিপু এবং বেঙ্গল সিমেন্টের চিফ অপারেটিং অফিসার আসাদুল হক সুফিয়ানী।