মাসের সেরার লড়াইয়ে বাবর-শাদাবের সঙ্গী পুরান
Maminul Islam
সেপ্টেম্বর ৭, ২০২৩
খেলাধুলা
144 বার প্রদর্শিত হয়েছে
অগাস্ট মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার প্রকাশিত এই তালিকায় আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, তার জাতীয় দলের সতীর্থ স্পিন অলরাউন্ডার শাদাব খান আর উইন্ডিজের মারকুটে ব্যাটার নিকোলাস পুরান।গত মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে ৫৩ এবং ৬০ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলেন বাবর। সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান।
এরপর চলমান এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে তিনি খেলেন ১৩১ বলে ১৫১ রানের ইনিংস। এটা তার ক্যারিয়ারের ১৯তম ওয়ানডে সেঞ্চুরি। সবচেয়ে কম ইনিংস খেলে ১৯টি সেঞ্চুরির রেকর্ডও এখন বাবরের। পাশাপাশি সর্বমোট ৩১টি আন্তর্জাতিক সেঞ্চুরিতে তিনি স্পর্শ করেন দুই কিংবদন্তি জাভেদ মিয়াদাদ এবং সাইদ আনোয়ারকে।
আফগানিস্তানের বিপক্ষে ওই সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট হাতে ৩৯ বলে ৫০ রানের ইনিংসের পাশাপাশি বল হাতে এক উইকেট নেন শাদাব। দ্বিতীয় ওয়ানডেতে দলের মহাবিপর্যয়ের মাঝে উপহার দেন ৩৫ বলে ৪৮ রানের ম্যাচ জেতানো ইনিংস। শেষ ম্যাচে বল হাতে নিয়েছেন ৩ উইকেট। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে তার শিকার ২৭ রানে ৪ উইকেট।
যে কারণে এই পাকিস্তানি অলরাউন্ডারের নাম এসে গেছে মাসের সেরার তালিকায়।অন্যদিকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে যিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার নিকোলাস পুরান। প্রথম ম্যাচে ৪ রানের নাটকীয় জয়ে ব্যাট হাতে পুরান খেলেছিলেন ৩৪ বলে ৪১ রানের ইনিংস। দ্বিতীয় ম্যাচেও ৪০ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয় এনে দেন। শেষ ম্যাচে ৩৫ বলে ৪৭ রানের ইনিংস খেলে দলকে সিরিজ জয়ের স্বাদ
পাইয়ে দেন।
৫ ম্যাচের ওই সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। নিকোলাস পুরান জিতে নেন সিরিজসেরার পুরস্কার। source: Kaler kantho