শিরোনাম

মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার পর এই আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করছে।

প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল রাত ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন লাগার খবর পায় তারা। পরে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও দুটি ইউনিট।

নিয়ন্ত্রণকক্ষ আরও জানায়, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়। তিন ঘণ্টা পার হলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

কীভাবে আগুনের সূত্রপাত, তা এখন পর্যন্ত জানা যায়নি বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাশিদ বিন খালেদ জানিয়েছেন।

এদিকে মোহাম্মদপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) দেবলাল সরকার প্রথম আলোকে বলেছেন, আজ ভোর চারটার দিকে আগুন লাগার সংবাদ পান তাঁরা। পরে থানার কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর তাঁরা পাননি।

দেবলাল সরকার আরও জানান, ঘটনাস্থলে স্থানীয় অনেক মানুষ ভিড় করেছেন। তাঁদের অনেকেই আগুন নেভাতে হাত লাগিয়েছেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ দল। সূত্র: প্রথম আলো

আরও দেখুন

কেরানীগঞ্জের খোলামোড়া বাজার এলাকায় গ্যাসের অবৈধ সংযোগ উচ্ছেদ অভিযান

  ১১ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে তিতাস গ্যাসের আওতাধীন খোলামোড়া বাজার, কেরানিগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *