যমুনা টিভির অবিশ্বাস্য মুল্য ছাড়ের দেশ সেরা অফার

কাতারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ স্পোর্টস ইভেন্ট ফুটবল বিশ্বকাপ। ইতিমধ্যে ক্ষন গননা শুরু হয়ে গেছে। বিশ্বকাপকে রাঙাতে ও এর উত্তেজনা ছড়িয়ে দিতে কোটি মানুষের আস্থায় ধন্য বাংলাদেশের ১ নম্বর কোয়ালিটি ইলেকট্রনিক্স ব্র্যান্ড “যমুনা LED টিভি” নিয়ে এসেছে অবিশ্বাস্য মূল্যছাড়ের দেশ সেরা অফার।
“বিশ্বকাপের মাস্তিতে, খেলা দেখুন স্বস্তিতে”, এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন মডেলের যমুনা এলইডি টিভি কিনলেই ক্রেতাগণ পাবেন পর্যন্ত ৪৪% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা। বিগ সাইজ বিগ অফারে ৫৫” ইঞ্চি টিভি কিনলেই পাচ্ছেন নগদ ৩৪,০০০ টাকা মূল্য ছাড়। আরও আছে ০% ইন্টারেস্টে EMI এর সুবিধা। এছাড়া সহজ কিস্তিতেও টিভি ক্রয় করতে পারবেন সম্মানিত ক্রেতাগণ।
যমুনা এলইডি টিভিতে রয়েছে ৪ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর বিক্রয়োত্তর সেবা ৫ বছর। এছাড়া ও এক্সচেন্জ অফারে যমুনা LED টিভি কিনলে ৫৬% পর্যন্ত নগদ মূল্যছাড় পেতে পারেন।
এ অফারের বিস্তারিত বলতে গিয়ে বিপনন বিভাগের পরিচালক সেলিম উল্যা সেলিম বলেন,আমরা ফুটবল পাগল জাতি আর ফুটবল বিশ্বকাপের উম্মাদনা গ্রাম থেকে শহর সর্বত্র আন্দোলিত হয়। মানুষের এ সকল প্রয়োজন আয়োজনের সাথে থাকতে এবং আমাদের সম্মানিত ক্রেতাদের ক্রয়ক্ষমতা বিবেচনা রেখে যমুনা এল ই ডি টিভি নিয়ে এলো অবিশ্বাস্য মূল্যছাড়ের দেশ সেরা এ অফার।
মাত্র ৭,৩৫০ টাকায় ২০ ইঞ্চি, ১১,৮০০ টাকায় ২৪, ইঞ্চি ১৪,৮০০ টাকায় ৩২ ইঞ্চি, ২৯,৮০০ টাকায় ৪২ ইঞ্চি স্মার্ট এল ই ডি কিনতে পারবেন। এছাড়া ও বিগ সাইজ বিগ অফারে অত্যাধুনিক প্রযুক্তির 4K UHD এল.ই.ডি কিনলে পাচ্ছেন ৩৪,০০০ টাকা পর্যন্ত নগদ মূল্যছাড়।
বিশাল মুল্যছাড়ের অফারে, যমুনা LED ও এন্ড্রয়েড স্মার্ট টিভি কিনলে ক্রেতাগণ পাবেন বিভিন্ন সাইজ ও সুন্দর ডিজাইনের অসাধারণ সব মনকাড়া ফিচার।
সর্বাধুনিক প্রযুক্তির যমুনা টিভিতে রয়েছে আল্ট্রা হাই ডেফিনেশন ডিসপ্লে, বিল্ট ইন ষ্টরেজ, কম বিদ্যুৎ খরচ, মাল্টি স্ক্রীণ শেয়ারিং, শ্রুতিমধুর ডলবি ডিজিটাল সাউন্ড সিষ্টেম, ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউ এঙ্গেল, ভয়েস কন্ট্রোল ওয়াইফাই এনড্রয়েডসহ নানা রকম ফিচার। আছে ৪ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি। যমুনা টিভির ক্রিষ্টাল ক্লিয়ার ঝকঝকে ছবি চোখের কোন ক্ষতি করেনা।
এল ই ডি টিভির অফারের পাশাপাশি ক্রেতা সাধারনের ক্রমবর্ধমান চাহিদা পূরনের লক্ষে যমুনার সকল ইলেকট্রনিক্স পন্যে আকর্ষণীয় সব অফারের বিগ সেল চলছে সকল প্লাজা, ডিলার শপ এবং অনলাইন স্টোরে।

আরও দেখুন

অপো নিয়ে এলো নতুন রেনো১২ ৫জি-

  ফোনটিতে রয়েছে অত্যাধুনিক লাইভ ফটো, এআই ক্লিয়ার, বেস্ট ফেস ও জেনারেটিভ এআই।   আর্টিফিসিয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *