০১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার এই উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. শাহাবুদ্দিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।
এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও কে. এম. আওলাদ হোসেনসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গ্রাহক-শুভানুধ্যায়ীগণ, বিশিষ্ট ব্যবসায়ি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অংশ নেন।
এ নিয়ে মোট ১৭টি শাখা-উপশাখার মাধ্যমে সমৃদ্ধির অনুপ্রেরণায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। শীঘ্রই দেশের অন্যান্য সম্ভাবনাময় স্থানগুলোতে শাখা ও উপশাখা চালু করতে যাচ্ছে ব্যাংকটি।
আরও দেখুন
শিল্প পণ্য উৎপাদনে সক্ষমতা তুলে ধরতে আবারো এটিএস এক্সপো আয়োজন করছে টেক জায়ান্ট ওয়ালটন
দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের একক বৃহৎ শিল্পমেলা এটিএস এক্সপো-২০২৪। এই বৃহৎ শিল্পমেলা আয়োজন …