বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজার জেলায় কার্যরত সকল তফসিলী ব্যাংকের সহযোগিতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড লীড ব্যাংক হিসেবে ০৪ মার্চ ২০২৩ইং তারিখে কক্সবাজারস্থ হোটেল সী প্যালেসে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৩ এর আয়োজন করে। উক্ত স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৩ এ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, চট্টগ্রাম অফিস, জনাব এ বি এম জহুরুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শাহ্জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও জনাব এম. আখতার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক-এডিসি (শিক্ষা ও আইসিটি) জনাব তাপ্তি চাকমা, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ ইকবাল মহসিন এবং যুগ্ম পরিচালক জনাব জাহাঙ্গীর আলম ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে লীড ব্যাংক প্রতিনিধি হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের এসইভিপি, হেড অব রিস্ক ম্যানেজমেন্ট বিভাগ ও ফাইনান্সিয়াল ইনক্লুশন জনাব মোঃ আশফাকুল হক, ব্যাংকের এসইভিপি ও আগ্রাবাদ শাখার ব্যবস্থাপক জনাব রাশেদ সরওয়ার এবং আইএফআইসি ব্যাংকের প্রতিনিধি জনাব মোশারফ হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন শাহ্জালাল ইসলামী ব্যাংকের এসইভিপি, জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা (শিমু)। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে কক্সবাজার জেলার বিভিন্ন স্কুল থেকে প্রায় ৬ শতাধিক ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আলোচকবৃন্দ ছাত্র-ছাত্রীদেরকে সঞ্চয়ের প্রতি উদ্বুদ্ধ করেন এবং সঞ্চয় যে ভবিষ্যতে মানুষের জীবনে অত্যাবশ্যকীয় তার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাছাড়া শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে যাতে সঞ্চয়ের মানসিকতা তৈরি হয় এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। ব্যাংকিং সেক্টরে ছাত্র-ছাত্রীদের যে উল্লেখযোগ্য পরিমাণ আমানত রয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার বলে আলোচকবৃন্দ তাদের বক্তব্যে উল্লেখ করেন। স্কুল শিশুদের ভবিষ্যৎ যাতে সুন্দর ও ভালোভাবে গড়ে উঠে সে বিষয়টি উপস্থিত শিক্ষকবৃন্দকে খেয়াল রাখতে এবং শত প্রতিকূলতাকে জয় করে নিজেদের সক্ষম করে গড়ে তোলার প্রচেষ্টায় নিয়োজিত রয়েছে সেসব ছাত্র-ছাত্রী, তাদেরকেও স্কুল ব্যাংকিংয়ের আওতায় আনার জন্য আলোচকবৃন্দ সকলের প্রতি আহ্বান জানান।
দিনব্যাপী আয়োজিত উক্ত স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৩ এ শিশুতোষ ছড়া, কবিতা আবৃত্তি, নৃত্য পরিবেশনা, দেশীয় গানের সাথে নৃত্য পরিবেশনা, স্কুল ব্যাংকিং সংশ্লিষ্ট ভিডিও চিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কক্সবাজার শিল্পীবৃন্দের রাখাইন নৃত্য পরিবেশনা এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে উপহার বিতরণ সব মিলে এক উৎসবমূখর পরিবেশের সৃষ্টি হয়েছিল।