জামালপুর জেলা পুলিশের কনস্টেবল /১৪০১ মোঃ মামুন হোসেন কর্মক্ষেত্রে তার পেশাগত দক্ষতা, যোগ্যতা,সততা, ও ভাল আচরণ সহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক ১৮ টি সূচকে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের শুদ্ধাচার পুরষ্কার পেয়েছেন।
২০২০-২০২১ অর্থ বছরে কর্মক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ তিনি এ পুরষ্কারে ভূষিত হন।
গত ০৭ ডিসেম্বর সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম মহোদয় তার হাতে সম্মাননা সনদ তুলে দেন।
এ সময় অতিরিক্ত আইজি মোঃ মাজহারুল ইসলাম, অতিরিক্ত আইজি মোঃ শাহাবুদ্দিন খাঁন বিপিএম-বার, অতিরিক্ত আইজি ব্যারিষ্টার মোঃ হারুন-অর-রশিদ বিপিএম এবং উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব নাছির উদ্দিন আহমেদ কনস্টেবল মামুন এর এই অর্জনে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেছেন।