সবুজ পাহাড় টিলা আর নয়নাভিরাম চা বাগান। এর মাঝেই উন্মোচিত হলো সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অফ বাংলাদেশ ২০২৪ পাওয়ার্ড বাই রুচি টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। ট্রফির দুইপাশে চা শ্রমিকদের ঐতিহ্যবাহী পোশাক পরিহিতা বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আয়ারল্যান্ড নারী দলের অধিনায়ক গ্যাবি লুইস। ট্রফি উন্মোচনের এমন আয়োজন এর আগে কখনো দেখেনি ক্রিকেট বিশ্ব। তাই ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো এ আয়োজন।
ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচনের সময় ব্যবহৃত হয় অত্যাধুনিক প্রযুক্তি, টাইটেল স্পনসর সেনোরা’র বক্স থেকে উন্মোচিত হয় ট্রফি। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগিতায় ও বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড-এর আয়োজনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচনেও থাকলো নতুন কিছু।
চা বাগান ঘেরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানজুড়ে রাখা হলো চা বাগানের সংস্কৃতির ছাপ। একটি দেশের ঐতিহ্যবাহী কিংবা সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানে ট্রফি উন্মোচনের আয়োজন এর আগে হলেও জার্সি কিংবা স্পোর্টস কিটের পরিবর্তে অধিনায়কদের সেই অঞ্চলের ঐতিহ্যবাহী পোশাক পরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে আসাটা ক্রিকেট বিশ্বের জন্য একেবারেই নতুন।
আন্তর্জাতিক ক্রিকেট সিরিজের ট্রফি উন্মোচনকে উপলক্ষ করে দেশের সংস্কৃতি ও পর্যটনশিল্পকে বিশ্বের কাছে তুলে ধরার এমন অভিনব উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে নেটিজেনদের কাছ থেকেও। উল্লেখ্য, প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। ওয়ানডে সিরিজে ৩-০ তে জয়ের পর এবার সিলেটের মাটিতে আইরিশদের বিরুদ্ধে টি-টোয়েন্টির লড়াইয়ে নামছে বাংলাদেশের মেয়েরা। ৫ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের ম্যাচগুলি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস চ্যানেলে।