স্কয়ার মাতা’র ৯১তম জন্মদিনে উদ্বোধন করা হলো অনিতা সেন্টার

৫ আগস্ট ২০২৩ স্কয়ার মাতা’র ৯১তম জন্মদিন। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর নতুন ভবনের উদ্বোধন করা হয়। উত্তরার ৭ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ৭৭ নম্বর প্লটে নির্মিত নতুন এই ভবনের নামকরণ করা হয়েছে ”অনিতা সেন্টার”। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কয়ার গ্রুপ-এর চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, পরিচালক তপন চৌধুরী ও অঞ্জন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ও স্কয়ার গ্রুপ-এর বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মীবৃন্দ। এখন থেকে স্কয়ার টয়লেট্রিজের এই ভবন, “অনিতা সেন্টার” স্কয়ার টেক্সটাইলস্ পিএলসি এর নতুন কর্পোরেট অফিস হিসেবে ব্যবহৃত হবে।

আরও দেখুন

অপো নিয়ে এলো নতুন রেনো১২ ৫জি-

  ফোনটিতে রয়েছে অত্যাধুনিক লাইভ ফটো, এআই ক্লিয়ার, বেস্ট ফেস ও জেনারেটিভ এআই।   আর্টিফিসিয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *