শিরোনাম

আইএবি বিল্ড এক্সপো ২০২৩ এ সুইস্ এর অত্যাধুনিক আইল্যান্ড কিচেন হুডের শুভ উদ্বোধন

আনন্দ এবং উৎসবের মধ্য দিয়ে আইএবি বিল্ড এক্সপোতে লাক্সারিয়াস লাইফস্টাইল ব্র্যান্ড সুইস্- এর প্লাটিনাম লাউঞ্জে ০৭ নভেম্বর ২০২৩, মঙ্গলবার সুইস্ এর নতুন আইল্যান্ড কিচেন হুডের শুভ উদ্বোধন করেন স্বনামধন্য আর্কিটেক্ট কে.এম. মাহফুজুল হক জগলুল এবং স্বনামধন্য আর্কিটেক্ট মাসুদুর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইস্ এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং শুভাকাক্সক্ষী বৃন্দ।

লাক্সারিয়াস লাইফস্টাইলের জন্য সর্বাধুনিক বাথওয়্যার এবং কিচেনওয়্যার সংক্রান্ত সবকিছুই রয়েছে সুইস্ এ। সুইস্ এর ৮টি ফ্ল্যাগশিপ স্টোরের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রয়েছে ১টি এবং বাংলাদেশে রয়েছে ৭টি, বনানী, কুড়িল, হাতিরপুল, উত্তরা, বাংলামোটর, বগুড়া এবং চট্টগ্রাম।

আরও দেখুন

ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশের টেক জায়ান্ট এবং সেরা ব্র্যান্ড ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘পার্টনার্স টুগেদার-২০২৫’ শীর্ষক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *