ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে চট্টগ্রাম দক্ষিণ ও চট্টগ্রাম উত্তর জোন এবং চট্টগ্রামের ২টি কর্পোরেট শাখার গ্রাহকদের নিয়ে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক আলোচনা সভা ২১ অক্টোবর ২০২৩, শনিবার ইসলামী ব্যাংক ট্রেইনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ)-এর চট্টগ্রাম আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর মোঃ মোজাহিদুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মিয়া মোঃ বরকত উল্লাহর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মুহাম্মদ নূরুল হোসাইন কাওসার। আরও বক্তব্য দেন শরী‘আহ সেক্রেটারিয়েট-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন আগ্রাবাদ কর্পোরেট শাখাপ্রধান আবদুল নাসের ও খাতুনগঞ্জ কর্পোরেট শাখাপ্রধান মুহাম্মদ সিরাজুল কবির। কর্মশালায় চট্টগ্রাম দক্ষিণ ও চট্টগ্রাম উত্তর জোন এবং চট্টগ্রামের ২টি কর্পোরেট শাখার নির্বাহী, কর্মকর্তা ও বিশিষ্ট গ্রাহকগণ অংশগ্রহণ করেন।
আরও দেখুন
মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ।
‘মিডিয়াকম ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫’ এর চ্যাম্পিয়ন হলো সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল, নিউজ ২৪। গত ১৮ …