জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সম্মানিত গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৯/১১/২২ইং তারিখ শনিবার সকাল ৮ঃ০০ টা হতে ৫ঃ০০টা পর্যন্ত গ্রীড টু সুইচিং স্টেশনের ট্রিপল সার্কিট লাইনে পিজি ক্লাম্প স্থাপন, প্রতি পোলে গ্রাউন্ডিং, ৩/৪ পোল পরে বোরিং গ্রাউন্ডিং করন এবং এন-৩ দ্বারা স্কাই ওয়্যার স্থাপনের কাজ সম্পন্ন হবে।
এ জন্য উক্ত সময়ে সুইচিং-১, সুইচিং-২ ও শেরপুর পবিস ৩৩কেভি লাইন বন্ধ থাকবে।
ফলে সরিষাবাড়ি, নান্দিনা, মাদারগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর এবং দেওয়ানগঞ্জ উপজেলায় উক্ত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
উক্ত কাজের স্বার্থে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সকলের ধৈর্য এবং সহযোগিতা একান্তভাবে কাম্য।