টানা দুই ম্যাচ ব্যর্থতার পর টানা দুই ম্যাচেই সাকিব ঝলক।
দুর্দান্ত ফর্মে ফেরা সাকিব হয়েছে দুই ম্যাচেই ম্যান অফ দ্যা ম্যাচ। শেষ ম্যাচে পেয়েছে ফিফটির দেখা। ৩০ বলে ৫৩ রানের ঝকঝকে ইনিংস খেলে করেছে নামের প্রতি সুবিচার। বল হাতেও দেখিয়েছে চমক ২.৩ বলে ১২ রান দিয়ে নিয়েছে ১ উইকেট। অর্থাৎ পুরা ম্যাচটায় ছিল সাকিবময়।