*
গত ১৮ই নভেম্বর/২২ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে চেয়ারম্যান স্যার অত্র ফরিদপুর পবিস সম্মানিত ভাবি সহ পরিদর্শনে আসেন।চেয়ারম্যান স্যারের আগমনে তাঁকে কাছে পেয়ে অত্র পবিসের ও প্রকল্প বিভাগের সকল স্তরের কর্মকর্তা /কর্মচারীগন খুবই উচ্চসিত। স্যারের আগমনের পর শুভেচ্ছা বিনিময়ের পরপরই রাত ৮.০টায় কর্মকর্তা / কর্মচারীদের সাথে সিষ্টেমের উন্নয়নের
স্বার্থে এক মতবিনিময় সভায় মিলিত হন।অ্ত্র সমিতির পক্ষ থেকে স্লাইড ও পওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সমিতির অগ্রগতি ও উন্নয়নের তথ্য উপস্থাপন করা হয়। অতপর চেয়ারম্যান স্যার যে মুল্যবান উপদেশ ও পরামর্শ দেন তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।কিছু অংশ তুলে ধরা হলো।
১) শিল্প ও বানিজ্যিক গ্রাহকদের সাথে আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে
আকৃষ্ট করে সমিতির আয় বৃদ্ধি করতে হবে।
২) স্হানীয় প্রশাসনের সাথে নিবিড় সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধি করতে হবে।
৩) কৃষিতে যেকোন পন্হা অবলম্বন করে সেচ সংযোগ প্রদান করে এ বৈশ্যিক পরিস্হিতে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে।
৪) সেবার মানবৃদ্ধি, কারিগরি দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের ইমেজ সৃষ্টি করে নিজেদের টিকে থাকতে হবে এবং যোগ্যতার প্রমান দিতে হবে।
৫) অফগ্রীড একটি বড় চ্যালেন্জ কাজেই নিজেদের ইনোভেটিভ আইডিয়াকে কাজে লাগিয়ে ব্যবস্হা গ্রহন করতে হবে।
৬) এছাড়াও নিজেদের সততা, নিষ্ঠা আত্মিক উন্নতির মাধ্যমে কাজের সৃজনশীলতার মধ্যই সুখের সন্ধান করতে হবে, নিজের আত্মোপলব্ধির জায়গাটা খুজতে হবে।
পরিশেষে আমার নিজের লেখা কবিতার ছন্দে একটি সুভেচ্ছা স্মারক সম্বলিত সমিতির পক্ষে একটি ক্রেষ্ট উপহার দেয়া হয়।